**সদ্যপ্রাপ্ত সংবাদ**
সোমবার এক শুভেচ্ছাবার্তায় এ অভিনন্দন জানান তিনি
দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জাকের পার্টির
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:৫৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / 356
মহান বিজয় দিবসের গৌরবোজ্জল দিনে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল।
সোমবার জাকের পার্টিরঅফিসিয়াল ফেজবুক পেজে এক শুভেচ্ছাবার্তায় এ অভিনন্দন জানান তিনি।
এতে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মহান বিজয় দিবসে জাতির বীর দামালদের অভূতপূর্ব আত্মদানের যথাযথ মূল্যায়ণে জাতিকে সত্যিকারের সুখী, সমৃদ্ধ, কল্যাণমুখী বাংলাদেশ প্রতিষ্ঠায় উজ্জীবিত হওয়ার আহবান জানিয়েছেন।
জাতির উদ্দেশ্যে প্রদত্ত এই বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, বীর দামালরা যে লক্ষ্য, আদর্শ ও স্বপ্ন বুকে নিয়ে এ দেশ স্বাধীন করেছিলেন, সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
জাকের পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, মহান এ দিবসে দেশ ও জাতীয় স্বার্থ সংরক্ষনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃপ্ত শপথ নেবে জাতি।