‘জাতীয় ঐক্যের ভিত্তিতেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে’
- আপডেট সময় : ০৮:১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / 34
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সম্পাদন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
শনিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে (বিজয় মেলা মাঠ) জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নূরুল ইসলামের সঞ্চালনায় এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল উত্তরের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এবং অঞ্চল টিম সদস্য ও সাবেক মানিকগঞ্জ জেলা আমির মাওলানা মুহাম্মদ দেলাওয়ার হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছর ধরে চরম জুলুম-নির্যাতন, খুন-গুম, সন্ত্রাস-হত্যা, লুটপাট, গণতন্ত্র হত্যা করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। কিন্তু তারা পারেনি। মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। গত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ, ছাত্রলীগ তাদের দোসররা মিলে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে এদেশের ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। তার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ শিশু-নারীসহ সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, যা পৃথিবীতে বিরল। নাৎসী বাহিনীও যা করেনি শেখ হাসিনা তাই করেছে। ৫ই আগস্টেও এই ফ্যাসিস্টের নির্দেশে নির্দয়ভাবে আশুলিয়া, সাভার এলাকায় বিপ্লবী ছাত্র-জনতাকে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে।
শেখ মুজিব যেমন মাত্র ৪টি পত্রিকা রেখে সকল গণমাধ্যম বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল, শেখ হাসিনাও দেশে সিন্ডিকেট করে গণতন্ত্র হত্যা করে পরিবারতন্ত্র ও স্বৈরাতন্ত্র চালু করেছিল। শেখ মুজিব গণতন্ত্রের সিঁড়ি বেয়ে ক্ষমতায় গিয়ে সিঁড়ি ফেলে দিয়েছিল। পরে কিন্তু আর সিঁড়ি না পেয়ে ধপাস করে পড়ে গিয়েছিল। শেখ হাসিনা পালাবার মাত্র ৪ দিন পূর্বে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে পরে তারা নিজেরাই নিষিদ্ধ হয়েছে। যে দলকে হাসিনা নিষিদ্ধ করেছিল সেই দলের আমিরকেই সম্মানের সাথে আমন্ত্রণ জানালো দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান ও প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস।