ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
**সদ্যপ্রাপ্ত সংবাদ**
Logo শেখ মুজিবের জন্য ১০ লাখ মানুষ মারা গেছে: শফিকুল আলম Logo আমরা বেঁচে থাকতে সীমান্তে কেউ আসতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মৌলভীবাজারে যুবদল নেতা ছুরিকাঘাতে নিহত Logo মৌলভীবাজারে শাহ মোস্তফা (রহ.)-এর ওরসে হাজারও ভক্ত অনুরাগী ও দর্শনার্থীদের সমাগম Logo গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ছাড়া এই সরকার বেআইনি ও অবৈধ Logo সংস্কার প্রতিবেদন থেকে নতুন চার্টার, তার ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি’র ফলাফল প্রকাশ Logo জাকের পার্টি ছাত্রফ্রন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাত্র সম্মেলন অনুষ্ঠিত Logo শেরপুরে চলছে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা Logo মনে রাখবেন যারা অন্যায় করের তারা সংখ্যায় কম, আপনারা দাঁড়িয়ে গেলে শেখ হাসিনার মতো পালিয়ে যাবে: সারজিস আলম

এককভাবে ক্ষমতায় যেতে পারবে না বলে বিএনপির পিআর সিস্টেম পছন্দ না

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / 22
প্রথম পোস্ট সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিআর সিস্টেম নির্বাচনে সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি তা পছন্দ করছে না। কারণ তাহলে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না। আর ফ্যাসিস্টও হতে পারবে না, লুটপাটও করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

বুধবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে ৭ দফা দাবি আদায়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়ালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এ সময় চরমোনাই পির বলেন, গত ৫৩ বছরে ধোঁকার নির্বাচনের মাধ্যমে বিগত সরকারগুলো ফ্যাসিস্ট হয়েছে। আমরা পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে চাই; যাতে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে থাকবে। সব দলের সম্পৃক্ততা থাকবে। প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে। এ ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে। শুধু বিএনপি পিআর সিস্টেম নির্বাচনকে পছন্দ করছে না।

তিনি বলেন, বিএনপিকে জনগণের কল্যাণের জন্য ক্ষমতার স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং মানবতার কল্যাণে পিআর (সংখ্যানুপাতিক) সিস্টেমে নির্বাচনে আসার আহবান জানান তিনি।

চরমোনাই পির বলেন, ভারতের আচরণে আমরা ক্ষুব্ধ, কষ্ট পেয়েছি, আমাদের বাংলাদেশ স্বাধীন তারা স্বীকার করে না। আমরা বাংলাদেশের মানুষ দেশ এবং ইসলামের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। যদি ইসলাম ও দেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হয় তাহলে এ দেশের ১৮ কোটি মানুষ তাদের প্রতিহত করতে প্রস্তুত আছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলব, আপনারা বাংলাদেশের জনগণের ভোটে সরকার পরিচালনা করছেন না। আপনারা ৫ আগস্টের অভ্যুত্থানের ফসল। দেশ পরিচালনার ব্যাপারে কখনই জনগণ এবং বাংলাদেশের অকল্যাণ এ রকম কোনো চিন্তা যদি আপনাদের মাথায় আসে তাহলে আবারো আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব।

নিউজটি শেয়ার করুন

এককভাবে ক্ষমতায় যেতে পারবে না বলে বিএনপির পিআর সিস্টেম পছন্দ না

আপডেট সময় : ০৯:৫৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

পিআর সিস্টেম নির্বাচনে সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি তা পছন্দ করছে না। কারণ তাহলে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না। আর ফ্যাসিস্টও হতে পারবে না, লুটপাটও করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

বুধবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে ৭ দফা দাবি আদায়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মহানগর সভাপতি আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়ালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এ সময় চরমোনাই পির বলেন, গত ৫৩ বছরে ধোঁকার নির্বাচনের মাধ্যমে বিগত সরকারগুলো ফ্যাসিস্ট হয়েছে। আমরা পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে চাই; যাতে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে থাকবে। সব দলের সম্পৃক্ততা থাকবে। প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে। এ ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে। শুধু বিএনপি পিআর সিস্টেম নির্বাচনকে পছন্দ করছে না।

তিনি বলেন, বিএনপিকে জনগণের কল্যাণের জন্য ক্ষমতার স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং মানবতার কল্যাণে পিআর (সংখ্যানুপাতিক) সিস্টেমে নির্বাচনে আসার আহবান জানান তিনি।

চরমোনাই পির বলেন, ভারতের আচরণে আমরা ক্ষুব্ধ, কষ্ট পেয়েছি, আমাদের বাংলাদেশ স্বাধীন তারা স্বীকার করে না। আমরা বাংলাদেশের মানুষ দেশ এবং ইসলামের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। যদি ইসলাম ও দেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হয় তাহলে এ দেশের ১৮ কোটি মানুষ তাদের প্রতিহত করতে প্রস্তুত আছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলব, আপনারা বাংলাদেশের জনগণের ভোটে সরকার পরিচালনা করছেন না। আপনারা ৫ আগস্টের অভ্যুত্থানের ফসল। দেশ পরিচালনার ব্যাপারে কখনই জনগণ এবং বাংলাদেশের অকল্যাণ এ রকম কোনো চিন্তা যদি আপনাদের মাথায় আসে তাহলে আবারো আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব।