ভারতবর্ষ জুড়ে দুর্যোগের ঘনঘটা; জাকেরপার্টির চেয়ারম্যান
- আপডেট সময় : ১১:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / 474
বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, ভারতবর্ষ জুড়ে দুর্যোগের ঘনঘটা, যেকোনো সময় যুদ্ধ বেজে যেতে পারে। এমতাবস্থায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সকল ধর্মাবলম্বীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাকেরপার্টি ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত লালবাগ শহীদ নগর খেলার মাঠে এক ইসলামি সম্মেলন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় ঐক্য তাদের নিয়েই গঠন করা সম্ভব যাদের কোন জাগতিক,রাজনৈতিক স্বার্থ নাই। ক্ষমতার লোভ অর্থের লোভ নাই। স্বার্থান্বেষী মহল দ্বারা কখনও জাতীয় ঐক্য হতে পারে না।
জাকেরপার্টির চেয়ারম্যান,এসময় ২০২৩ইং সালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলমান রাজনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে করা ভবিষ্যৎ বার্তা জাতিকে স্মরণ করিয়ে দেন। এই সংকটে জাতিকে বাঁচাতে হলে, রাষ্ট্রকে বাঁচাতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই।
পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল বলেন, জাকেরপার্টি কোন ক্ষমতালিপ্সু দল নয়, জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক দল। জাকের পার্টি ৩৫ টি বছর কাটিয়ে দিয়েছে, ৩৬ বছরে পদার্পণ করেছে, ক্ষমতার খুব কাছেই আছে শীঘ্রই সেই সুঘ্রাণ, সেই সুফল আসবে। তিনি তাঁর বক্তব্যে তামাম মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সেই সাথে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, আগত জাতীয় ও আন্তর্জাতিক সংকটময় সময়ে জাতিকে বাঁচানোর জন্য বিশ্ব মুসলমানকে বাঁচানোর জন্য সকলকে একত্রিত হয়ে এগিয়ে যেতে হবে।
পরিশেষে জাতীয় ঐক্যের জন্য জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল সকলকে বিশ্ব ইসলামী মহাসম্মেলন আগামী ৮,৯,১০ ও ১১ই ফেব্রুয়ারী ২০২৫ ইং বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি পাক দরবার শরীফে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
জাকের পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোমেন মোল্লার সভাপতিত্বে ইসলামিক জলসায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাকেরপার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল প্রধান বক্তা হিসেবে কুরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করেন জাকের পার্টি ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম সাইফি, মুফতি আলী হায়দার যশোরী,মাওলানা মাঈনুদ্দিন আনসারী সহ আরো অন্যান্য ওলামায়ে কেরামগণ।